আসমানি ব্রালেট আর প্যারালালে উন্মুক্ত! প্রকাশ্যেই ‘বেশরম’ নুসরত জাহান

270

 

ভিনিউজ ডেস্ক- ‘পাঠান’-এর বিতর্কিত, জনপ্রিয় গান ‘বেশরম রং’ মুক্তির সঙ্গে সঙ্গে রিল বানিয়েছিলেন। তিনি তখন সাগরপারে। স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্তে সময় কাটাতে ব্যস্ত। তাঁর বিকিনি, ব্রালেট পরা ছবি সামাজিক পাতায় আগুন ধরিয়েছিল। একই ভাবে বুধবার রাতে আগুন ধরালেন নুসরত জাহান! জনসমক্ষে বেশরম সাংসদ-নায়িকা! বৃহস্পতিবার সেই ভিডিয়ো ভাগ করে নিতেই অনুরাগীদের চোখ ছানাবড়া। ফটোশ্যুট বা রিলসে তিনি বরাবরই সাহসিনী, খুল্লমখুল্লা। এভাবে প্রকাশ্যে চট করে তাঁকে এতটাও আগুন ছড়াতে দেখা যায় না যে!

 

এবার আসল ঘটনা। অভিনয়, রাজনীতির পাশাপাশি অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে নুসরত নানা অনুষ্ঠানে যোগ দেন। তেমনই একটি শো-তে তিনি ‘পাঠান’-এর গানে অংশ নিয়েছিলেন। নিজেকে সাজিয়েছিলেন আসমানি ব্রালেট, একই রঙের প্যারালালে। সিক্যুইনের কাজ করা পোশাকে তিনি যেন অপ্সরা! খোলা চুল, মানানসই রূপটান আর গয়নায় তাঁর উন্মুক্ত সৌন্দর্য একই সঙ্গে স্নিগ্ধ অথচ আকর্ষণীয়। গানের ছন্দে তাঁর দুলে ওঠা শরীর ঘোর লাগিয়েছে উপস্থিত সবার চোখে। সব মিলিয়ে নুসরতকে অগ্রাহ্য করা সত্যিই অসম্ভব।

-ajjkaal.in