ওমানে মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেফতার

294
মাদকদ্রব্য

ওমানে মাদক চোরাচালানের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। আটককৃত ওই দুই প্রবাসী আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। পহেলা ফেব্রুয়ারি অনলাইনে জারী করা এক বিবৃতিতে ওমান পুলিশ জানিয়েছে উত্তর আল বাতিনাহ প্রদেশের পুলিশ পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ নিয়ন্ত্রণ বিভাগের প্রচেষ্টায় বিপুল পরিমাণ মাদক সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন কোন দেশের নাগরিক তা প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে তারা এশিয়ান নাগরিক। 

বিবৃতিতে পুলিশ জানায়, গ্রেফতারের পর তাদের থেকে ৫৪ কেজির বেশি ক্রিস্টাল মাদক এবং ২৪টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে সোহার প্রদেশের সমুদ্র সৈকত অঞ্চলে তল্লাশি করে আরো ১৮ কেজি ক্রিস্টাল মাদক এবং ৭টি গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশের ডগস ডিপার্টমেন্ট। 

এদিকে, পৃথক এক অভিযানে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আরো ২৫ জনের বেশি পর্যটককে আটক করেছে পুলিশ। অনলাইনে জারী করা এক বিবৃতিতে দেশটির শ্রম মন্ত্রণালয় জানায়, আটককৃতরা অনুমতি ছাড়াই বেআইনিভাবে ওমানে কাজ করতো। যা ওমানের শ্রম আইনের পরিপন্থী। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।