গ্রেপ্তার হলেন অভিনেতা অতীশ ভট্টাচার্য। সঙ্গীনিকে বিকৃত যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। মঙ্গলবার অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন উঠতি মডেল ও তাঁর লিভ-ইন পার্টনার। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। বাংলা ‘সিআইডি’ সিরিয়ালের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেন এই মডেল অভিনেতা।
জানা গেছে, অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে।
অতীশ ভট্টাচার্য বাংলা সিরিয়ালে কাজ করেন। প্রেমিকার সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন তিনি। তার প্রেমিকা মঙ্গলবার হরিদেবপুর থানায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ নেতাজিনগর থেকে অভিনেতাকে গ্রেপ্তার করে। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। জানা যাচ্ছে, উঠতি মডেল প্রেমিকার সঙ্গে ছয় মাস ধরে সম্পর্ক অতীশের।
প্রেমিকার অভিযোগ করে বলেন, এই ৬ মাসের মধ্যে বার বার সে অভিযুক্ত অভিনেতার বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছে। তাকে বারবার লাথি, ঘুষি, কামড়ে দিয়েছে অতীশ। এমনকি লোকজনের সামনে জামাকাপড় পর্যন্ত টেনে ছিঁড়ে দেয় তার। সোমবারও ঠিক এরকমই ঘটনা ঘটে। অভিনেত্রীকে মারধর করা হয়। মারধরের পর জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। নিজের বাড়িতেই এমন কাণ্ড ঘটান অভিযুক্ত অভিনেতা অতীশ ভট্টাচার্য। এরপরই থানার দ্বারস্থ হন অভিনেত্রী।
সূত্র : জি নিউজ ইন্ডিয়া