বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটল চন্দিকা হাথুরাসিংহের। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি; যা কার্যকর হবে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণে ২০ ফেব্রুয়ারি হাথুরার বাংলাদেশে আসার কথা আছে।
বাংলাদেশে ফেরায় আনন্দিত হাথুরাসিংহে বলেছেন, ‘আরো একবার বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানের। আমি যখন সেখানে ছিলাম, সেখানকার মানুষের হৃদ্যতা এবং দেশটির সংস্কৃতিকে খুব ভালোবেসে ফেলেছিলাম। আমি এখন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আরো একবার কাজ করতে এবং তাদের সাফল্য উপভোগ করতে মুখিয়ে আছি।’
এর আগে ২০১৪ সালে মে মাসে বাংলাদেশের কোচ হয়েছিলেন হাথুরাসিংহে। তিন বছর দায়িত্ব পালনকালে টাইগারদের দারুণ কিছু সাফল্য এনে দিয়েছিলেন। তবে তার বিদায়টা সুখকর ছিল না। ২০১৭ সালে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বিপুল অংকের বেতনে নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হতেই তিনি বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। তবে শ্রীলঙ্কায় বেশিদিন টিকতে পারেননি। কয়েকমাস পর তাকে বরখাস্ত করা হয়। এবার নাকি আগের চেয়েও কম বেতনে বাংলাদেশে আসছেন হাথুরা।