ভিনিউজ ডেস্ক : সর্বাগ্রের ছিলেন খোদ রাহুল গান্ধী। যাত্রা নিয়ে বহু চর্চা হলেও কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছে কংগ্রেস। প্রবল তুষারপাতের মধ্যে আজ শুরু হল তার সমাপ্তি অনুষ্ঠানের। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আজ এই অনুষ্ঠানের সূচনা হয়েছে।
কন্যাকুমারী থেকে কাশ্মীর, ১৩৫ দিন ধরে রাজ্যে রাজ্যে যাত্রা করেছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে কাশ্মীর যাত্রার সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষ্যে শের-ই কাশ্মীর স্টেডিয়ামে বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে হাজির থাবেন কংগ্রেস নেতৃত্ব। এছাড়া বিরোধী দলগুলির মধ্যেও বেশ কিছু দল হাজির থাকবে সেখানে। সমাপ্তি অনুষ্ঠানের জন্য ২১ টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হলেও তৃণমূল কংগ্রেস, সমাজনাদী পার্টি সহ বেশ কিছু দল আজকের অনুষ্ঠানে যোগ দিচ্ছে না বলেই খবর। ১২ টি দল হাজির থাকার কথা নিশ্চিত ভাবে জানা গিয়েছে। তবে আয়োজনের মাঝেই ভাবাচ্ছে কাশ্মীরের আবহাওয়া। পারদ নেমে প্রবল তুষারপাত সেখানে। চারপাশের দৃশ্যমানতা কমেছে। ফলে বিলম্ব হচ্ছে বিমানে। বেশ কিছু বিমান বাতিল হয়েছে বলেও জানা গিয়েছে।