সড়কে নিহত প্রবাসীর লাশের অপেক্ষায় স্বজনেরা

154
নিহত প্রবাসী

সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণ জামাল উদ্দিনের (৩০) লাশের অপেক্ষায় আছেন স্বজনেরা। তাঁর ছোট বোন খালেদা বেগম বলেন, ‘ভাই বিদেশ যাওয়ার পর মা-বাবাকে হারিয়েছি। ভাইটিকেও হারালাম। অন্তত ভাইয়ের লাশটি যেন দেখতে পাই।’

গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে আরব আমিরাতে শারজায় রাস্তা পার হওয়ার সময় মালবাহী গাড়ির ধাক্কায় মারা যান জামাল উদ্দিন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আমড়া কাটারবাড়ি এলাকার মৃত ওহাব মিয়ার ছেলে।

স্বজনেরা জানান, দরিদ্র পরিবারের হাল ধরতে ১০ বছর আগে আরব আমিরাতে যান জামাল উদ্দিন। তিনি বিদেশ থাকা অবস্থায় তাঁর মা–বাবা মারা যান। তিন বোনের মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেছে। তিন বছর আগে নিজেও বিয়ে করেছেন। এখন বাড়িতে তাঁর স্ত্রী ও ছোট বোন খালেদা বেগম রয়েছে।

লালানগর ইউনিয়নের বাসিন্দা ও শারজাপ্রবাসী আবদুল মুনিমের হোয়াটসঅ্যাপে কথা হলে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনাটি আমার দোকানের সামনে ঘটেছে। লাশ দেশে পাঠানোর জন্য চেষ্টা করছি আমরা। এখানে জামালের কোনো স্বজন নেই। তাই লাশ পাঠাতে একটু দেরি হচ্ছে।’