প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ এর ৮৩ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গত ২৫শে জানুয়ারী, বুধবার; বাংলাদেশ জাতীয় সংসদের এলইডি হলে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের সঞ্চালনায় ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা.দীপু মণি, বীর মুক্তিযোদ্ধা এ এস এম সামছুল আরেফিন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুণ অর রশীদ, বাংলা টিভির ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ সামাদুল হক, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডুসহ সহ বিভিন্ন দফতরের মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ বর্ষীয়ান এই রাজনীতিবিদকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মহান স্বাধীনতা যুদ্ধে প্রবাসে থেকে যে কজন নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম সুলতান মাহমুদ শরীফ। বর্ষীয়ান এই রাজনীতিবিদ যুগের সন্ধিতে পা রাখলেন ৮৩তম বছরে। বিশেষ এই দিনটি উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি মিলনায়তন সাজে বর্ণিল আলোয়। প্রবীন এই আওয়ামী লীগ নেতাকে জন্মদিনের শ্রদ্ধা জানাতে আসেন রাজনীতিবিদ, সাংবাদিক, সাংসদ, আইনজীবীসহ বিশিষ্টজনেরা।
এ সময় সুলতান মাহমুদ শরীফের বর্ণালী জীবনের উপর আলোকপাত করেন তারা। জানান, বঙ্গবন্ধু পরবর্তী সময়ে তার স্বপ্ন বাস্তবায়নে যে কজন কাজ করছেন তাদের মধ্যে অন্যতম সুলতান মাহমুদ শরীফ।
যার জন্য এত আয়োজন সেই বর্ষীয়ান রাজনীতিবিদ নেতা সুলতান মাহমুদ শরীফের কণ্ঠে যেন বিনয়ের সুর। সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। এরপর কিংবদন্তী রাজনীতিবিদের ৮৩ তম জন্মদিনের কেক কাটা হয়। সবার প্রত্যাশা, দীর্ঘজীবী হোক অকুতভয় এই রাজনীতিবিদ।