প্রায় ২৫০০ যাত্রী নিয়ে ক্রুজ জাহাজকে স্বাগত জানিয়েছে সালালাহ বন্দর

338
ক্রুজ জাহাজ
 
বিশ্বের বেশ কয়েকটি বন্দরে তার পর্যটন কর্মসূচির অংশ হিসাবে ২৪৮৭ জন যাত্রী নিয়ে “কোস্টা দেল জুসা” ক্রুজ জাহাজটি ২৬শে জানুয়ারি ২০২৩ এ সালালাহ সমুদ্র বন্দরে এসে পৌঁছেছে ।
 
দর্শনার্থীদের জন্য পর্যটন কর্মসূচির মধ্যে রয়েছে ধোফার গভর্নরেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনগুলোতে ভ্রমণ। তাছাড়াও, সালালাহর সৈকত এবং ঐতিহ্যবাহী বাজার পরিদর্শনেরও আয়োজন করা হয়।
আশা করা হচ্ছে যে, সালতানাতের বন্দরগুলি ২০২৩-২৪ মৌসুমে ২০০ টিরও বেশি ক্রুজ জাহাজ পাবে।  পর্যটকদের আগমনে সালালাহর ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি ব্যাপকভাবে প্রভাবিত হয়।