কুয়েতে জমে উঠেছে সাপ্তাহিক হাঁস, মুরগি ও কবুতরের হাট

174
কুয়েতে

দেখে বুঝার উপায় নেই এটি বাংলাদেশ নাকি কুয়েত। চারিদিকে হাস মুরগি ও কবুতর। দেখে বাংলার কোন গ্রামীণ হাট মনে হলেও এটি মূলত কুয়েতের একটি হাটের চিত্র। শীতের আগমনে সৌদি ও ইরাক সীমান্তবর্তী ঘেঁষা মরু অঞ্চল কুয়েতের আবদালিতে জমে উঠে এই সাপ্তাহিক হাঁস, মুরগি ও কবুতরের কেনাবেচা। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাবিক্রি। 

শীতকালে প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিন ব্যাপী চলে হাট। গ্রীষ্মকালে দেশটিতে প্রচণ্ড গরম থাকে। মরু অঞ্চলে গরমের তাপমাত্রা আরো বেশি হওয়ার কারণে বন্ধ থাকে এই হাট। এখানে ভারত, মিশরসহ প্রবাসী বাংলাদেশিরা কেনাবেচা করেন।