সৌদি আরবে নিষিদ্ধ অ্যামফেটামিন পিল পাচারের সময় দুইজনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল (জিডিএনসি)। এসময় তাদের থেকে ৪০,৯১,২৫০ পিস অ্যামফিটামিন পিল জব্দ করা হয়েছে। বুধবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরব চার মিলিয়নেরও বেশি অ্যামফিটামিন ট্যাবলেট পাচারের চেষ্টাকে ব্যর্থ করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাধারণ অধিদপ্তরের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নুজাইদি বলেছেন, কাতারের সহযোগীদের সহযোগিতায় এবং সমন্বয়ে সৌদি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত জেদ্দা ইসলামিক বন্দরে একটি অভিযানের সময় গবাদি পশুর খাদ্যের একটি চালানে লুকিয়ে রাখা চার মিলিয়নেরও বেশি এই বড়ি পাওয়া যায়।
রেকর্ড পরিমাণ এই মাদক জব্দের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মাদকের চালান এভাবে বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের মাদকের রাজধানী হয়ে উঠেছে সৌদি আরব। দেশটিতে মাদকের চাহিদা বাড়তে থাকায় সিরিয়া ও লেবাননের চোরাকারবারীদের প্রাথমিক গন্তব্য হয়ে উঠছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন,মাদকের সবচেয়ে বড় এবং আঞ্চলিকভাবে সবচেয়ে লাভজনক গন্তব্যগুলোর একটি হয়ে উঠছে সৌদি আরব এবং দিন দিন এটা আরও বাড়ছে।