পাসপোর্টে আসার আলো, শঙ্কা কাটিয়ে প্রবাসীদের চোখেমুখে আনন্দের ছাপ

118
পাসপোর্টে

বিদেশের মাটিতে একজন প্রবাসীর সম্বল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাসপোর্ট। আর এই পাসপোর্টই যখন থাকেনা কোন প্রবাসীর, তখন তার মত দুশ্চিন্তায় থাকা প্রবাসী পাওয়া দুষ্কর। ফ্রান্স, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাসপোর্টে তথ্যগত ভুল সংশোধন জটিলতায় ভুগছিলেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। ছিল অবৈধ হয়ে দেশে ফেরার ঝুঁকিও।

জটিলতা নিরসনে দেশে-বিদেশে আন্দোলন-সংগ্রাম করেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। এ নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদনও প্রচার করে প্রবাস টাইম। অবশেষে তথ্যগত ভুল সংশোধন জটিলতার নিরসন হওয়ায় অবশেষে পাসপোর্ট হাতে পেতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। অনিশ্চিত জীবনের শঙ্কা কাটিয়ে তাদের চোখেমুখে এখন কেবলই আনন্দের ছাপ।

গেল বছরের ১৩ ডিসেম্বর সর্বশেষ প্রজ্ঞাপনে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রবাসীদের পাসপোর্টের তথ্যগত ভুল সংশোধনের ঘোষণা দেয় সরকার। জটিলতার নিরসন হওয়ায় দীর্ঘদিন পর পাসপোর্ট পেতে শুরু করেছেন ভুক্তভোগীরা। এতে, শঙ্কা কাটিয়ে আবারও নতুন জীবনের স্বপ্ন দেখছেন তারা। প্রবাসীদের প্রতি দায়িত্ববোধ থেকেই সরকার এই সংশোধনের সুযোগ করে দিয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।