ওমান প্রতিনিধি: সালতানাত অব ওমানের সাহামে প্রতিষ্ঠিত “বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহাম”।
“সুস্থ শরীরে সুস্থ মন বিরাজ করে” সেদিকে দৃষ্টি রেখে লেখাপড়ার পাশাপাশি যেন ছাত্র-ছাত্রীরা জাতীয় ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখতে পারে, সেজন্য প্রতি বছরের ন্যায় এ বছর ২০২৩ “বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহাম” বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছে।