সৌদি আরবের কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (কেএআইএ) আগমন হল দিয়ে অবৈধভাবে যাত্রী পরিবহনের চেষ্টা করলে পাঁচ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার (২১ জানুয়ারি) এক নোটিসের মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তাকে ৫ হাজার রিয়াল আর্থিক জরিমানা করা হবে।
জানাগেছে, এর আগে টার্মিনাল-১ থেকে মক্কার গ্র্যান্ড মসজিদে বিনামূল্যে হজযাত্রী পরিবহনের জন্য এ সেবা চালুর ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সেবা থেকে উপকৃত হওয়ার জন্য হজযাত্রীদের ইহরাম পরিধান করে মেনে চলার জন্য বলা হয়। সেইসাথে নাগরিকদের তাদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে, আর প্রবাসীদের রেসিডেন্স কার্ড অর্থাৎ আকামা দেখাতে হবে। পরিবহন এলাকাটি বিমানবন্দরের প্রথম তলায় অ্যাকোরিয়ামের কাছে অবস্থিত।