প্রবাসীদের উদ্দেশ্যে জরুরী সতর্কবার্তা দিলো এপিবিএন

121

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ দিন আখেরি মোনাজাতে অংশ নেবেন লাখো মুসল্লি। মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রোববার ভোর ৪টা থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এমতাবস্থায় বিদেশগামী যাত্রীদের হাতে সময় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা দিতে বলেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

ডিএমপি জানায়, আখেরি মোনাজাত উপলক্ষে রোববার ভোর ৪টা থেকে প্রগতি সরণি ক্রসিং-আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ-আশুলিয়া ক্রসিং-মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধ সড়ক, চিড়িয়াখানা থেকে বেড়িবাঁধ সড়ক এবং পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে বেড়িবাঁধ পর্যন্ত সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে, বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য রোববার ভোর ৪টা থেকে ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় একটি বড় মাইক্রোবাস পদ্মা ইউলুপ, দুটি মিনিবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে এবং একটি বড় মাইক্রোবাস কুড়াতলী লুপ-২ এ ফ্রি পরিবহন সার্ভিসের জন্য মোতায়েন থাকবে।

এদিকে, এপিবিএন জানিয়েছে, ইজতেমার কারণে ইতোমধ্যে যানজট দেখা দিয়েছে। আগামীকাল সকাল থেকে মোনাজাত উপলক্ষে ট্রাফিকের চাপ প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বিদেশগামী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে রওনা দিতে বলা হয়েছে। বিশেষ করে যারা গাজিপুর হয়ে ঢাকায় প্রবেশ করবেন তারা অবশ্যই দয়া করে অতিরিক্ত সময় হাতে নিয়ে রওনা দিতে বলা হয়েছে। বিমানবন্দরের গোলচত্ত্বর এলাকা থেকে ডিপার্চার টার্মিনালে প্রবেশের জন্য যাত্রীদের সহায়তা করবে এয়ারপোর্ট আর্মড পুলিশের শাটল সার্ভিস। বিনামূল্যে এই সেবা যাত্রীরা গ্রহন করতে পারবেন বলে জানিয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।