মালয়েশিয়ায় বৈধতা না থাকায় ৯ বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

140
মালয়েশিয়ায়

অবৈধ ব্যবসায়ীদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে মালয়েশিয়া সরকার। দেশটিতে যেসব ব্যবসায়ী আইন না মেনে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে বেশ কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যেই বৈধ ব্যবসায়িক সনদ না থাকায় বাংলাদেশি মালিকানাধীন ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশনের (ডিবিকেএল) এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। শুক্রবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুর সিটি করপোরেশনের (ডিবিকেএল) এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। এ সময় রাজধানী কুয়ালালামপুরের বারজায়া টাইমস স্কয়ার, জালান ইম্বি এবং বুকিত বিনতাংয়ে অভিযান চালিয়ে অন্তত ৯টি বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।  

বিবৃতিতে বলা হয়, এক সপ্তাহ আগে থেকে এসব বাণিজ্যিক এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পর শুক্রবার বিকেল থেকে বাংলাদেশি মালিকানাধীন পোশাক, ব্যাগ, মোবাইল ফোন সরঞ্জাম, রেস্টুরেন্টসহ অন্তত ১০টি সাধারণ পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানই তাদের বৈধ ব্যবসায়িক সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়। যেসব এলাকায় বিদেশি নাগরিক পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেসব এলাকায় ক্রমাগত পর্যবেক্ষণ এবং তদন্ত চলবে বলেও জানিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশন।