পাঠানে যেসব পরিবর্তন আনার নির্দেশ দিল আদালত

114

চার বছরেরও বেশি সময় পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের চলচ্চিত্র। ‘পাঠান’ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা। তবে বিতর্কও কম নেই। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো পাঠান বয়কটের ডাক দিয়েছে। অনেক রাজনৈতিক নেতারাও পেছনে লেগে গেছেন সিনেমাটির। মামলা-হামলার হুমকির মাঝেই এগিয়ে আসছে পাঠানের মুক্তির তারিখ।

তবে এসবের মাঝেই এবার পাঠানের জন্য নির্দেশ এলো আদালতের। শ্রবণশক্তি এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলচ্চিত্রটি উপযুক্ত করে তুলতে একটি আবেদন করা হয়েছিল। সেই আবেদনেই সাড়া দিল আদালত। একদল আইনজীবী ও আইনের ছাত্ররা এই পিটিশন করেছিল।

সোমবার (১৬ জানুয়ারি) দিল্লি হাইকোর্ট যশ রাজ ফিল্মসকে ‘পাঠান’-এর জন্য হিন্দিতে সাবটাইটেল, ক্লোজ ক্যাপশন এবং অডিও বর্ণনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে, যাতে দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী দর্শকরা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি উপভোগ করতে পারে। এই পরিবর্তনগুলোর পর সিনেমাটি আবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এর কাছে জমা দিতে বলেছে আদালত।

‘পাঠান’ ২৫ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এবং সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়ে কোনো নির্দেশ দেয়নি আদালত। এই পরিবর্তনগুলো শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্য করার আদেশ দেওয়া হয়েছে এবং ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে৷ ১০ মার্চের মধ্যে সিদ্ধান্ত পাস করবে সিবিএফসি ৷

বহুল প্রত্যাশিত সিনেমাটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এতে শাহরুখের সঙ্গে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি প্রযোজনা করছে ভারতের শীর্ষ প্রযোজনা সংস্থা ‘যশ রাজ প্রডাকশন’।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া