হাতের মেহেদীর রং এখনও মুছেনি কিশোরী জিম খাতুনের, এর আগেই বাসর সাজানো ঘরেই তার স্বামী লাল মিয়ার (৩০) আত্মহ্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোটা গ্রামে ব্যাপক আলোড়ন পড়ে যায়। জানা গেছে, শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের পাড়া দুগলী গ্রামের লোকমান বেপারীর ছেলে প্রবাসী লাল মিয়ার সঙ্গে গত বুধবার একই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে জিম খাতুনের সঙ্গে পারিবারিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের দু’দিন পর গত শনিবার সন্ধ্যায় প্রবাসী লাল মিয়া তার শয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করে। এলাকাবাসী জানায়, প্রবাসী লাল মিয়া ৯ বছর মালয়েশিয়া থাকার পর গত ১ মাস পূর্বে দেশে ফেরেন।
এই বিষয়ে লাল মিয়ার নববিবাহিতা স্ত্রী জিম খাতুন বলেন, শুনেছি তিনি মালয়েশিয়াতে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ধার নিয়েছিলেন। এসব ঘটনাকে কেন্দ্র করে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। থানার অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
আরও পড়ুন: হাডসন ইন্টারন্যাশনাল স্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৩