ওমান প্রবাসী সম্মানিত “এমদাদ উল্লাহ কাসেমী” কে জন্মদিনের শুভেচ্ছা।

141
ওমান

হাডসন ইন্টারন্যাশনাল বিজনেস এসোসিয়েশন (হিবা)র ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিদওয়ানুল করিমের পক্ষ থেকে সম্মানিত ওমান প্রবাসী জনাব “এমদাদ উল্লাহ কাসেমী” কে জন্মদিনের শুভেচ্ছা। আজ ১৫ই জানুয়ারি ১৯৬৫ সালে তার জন্মদিন। এই দিনে তিনি চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহন করেন। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন।

জনাব এমদাদ উল্লাহ কাসেমী প্রায় ২৫ বছর ওমানে ছিলেন।

আমরা হিবা’র পক্ষ থেকে দোয়া করি আল্লাহ পাক যেন জনাব এমদাদ উল্লাহ কাসেমী ও তার পরিবারের সকল সদস্যকে নেক হায়াত ও রিজিকে বরকত দান করেন।