নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আনল সৌদি, পূরণ করতে হবে যেসব শর্ত

108
সৌদি

নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন আনছে সৌদি আরব। এত দিন পর্যন্ত সৌদির কোনো নারী বিদেশি কোনো ব্যক্তিকে বিয়ে করলে তাদের ঘরে যে সন্তান জন্ম নিতো, সে নাগরিকত্ব পেত না। কিন্তু এখন সেই নিয়মেই পরিবর্তন আনছে সৌদি সরকার।

খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে এসব ক্ষেত্রে ওই নারীর সন্তান সৌদি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। তবে তাকে অবশ্যই ১৮ বছরের বেশি বয়সী হতে হবে।

এজন্য সৌদি আরবের জাতীয়তা ব্যবস্থার ৮ নং ধারায় সংশোধন আনার অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, নাগরিকত্ব দেয়ার এই সংশোধনী প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

সৌদি আরবের জাতীয়তা ব্যবস্থার ৮ নং ধারায় বলা হয়েছে, বিদেশি বাবা ও সৌদি নারীর গর্ভে কোনো এক ব্যক্তি সৌদি আরবে জন্ম নিলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে তাকে নাগরিকত্ব দেয়া যেতে পারে।

এসব শর্তের মধ্যে রয়েছে- আরবি ভাষায় অনর্গল বলতে ও লিখতে পারা, ১৮ বছর বয়সে পৌঁছালে অবশ্যই সৌদির স্থায়ী বাসিন্দা হওয়া, ভালো আচরণ ও চরিত্রের অধিকারী হওয়া, কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত না থাকা বা কোনো অশালীন কাজের জন্য ছয় মাসের বেশি জেল না খাটা।

আরও পড়ুন: ওমানে ৩০০ বাংলাদেশী প্রবাসীর চাকুরীর সুযোগ।