ওমানে নিহত মহিউদ্দিনের লাশ আসছে আজ

157
ওমানে

ওমানে নিহত রাউজান উপজেলার গহিরার মরহুম মো.মহিউদ্দিনের (৫১) লাশ আসছে আজ শুক্রবার। শুক্রবার(১২ জানুয়ারী)রাতে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত সোমবার ৯ জানুয়ারী বিকাল ৪ টা ২০ মিনিটের দিকে ওমানের আলখাবুরা এক্সটেনডেড হেল্থ সেন্টারে (পলিক্লিনিক) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, গত প্রায় ২৫ বছর পূর্বে জীবিকার তাগিদে রাউজান উপজেলার গহিরা গ্রামের রাহাত আলী মুন্সি বাড়ীর মরহুম আবদুল কুদ্দুস চৌধুরী পুত্র মহিউদ্দিন ওমানে পাড়ি জমান। এর মধ্যে গত প্রায় ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে দেশে ছুটি কাটিয়ে যান এ রেমিট্যান্স যোদ্ধা। তিনি ওমানের আল খাবুরা এলাকায় একটা হার্ডওয়ারের দোকানে চাকরী করতেন। ঘটনার দিন নিজ প্রতিষ্ঠানে হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করলে সহপাঠীরা তাকে দ্রুত ওমানের আলখাবুরা এক্সটেনডেড হেল্থ সেন্টারে (পলিক্লিনিক) নিয়ে যায়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকাল ৪ টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর গোটা পরিবার। ভাগ্য পরিবর্তনের আশায় ওমানে পাড়ি জমানো মহিউদ্দিন শেষবারের মতো গত প্রায় ২ বঝর পূর্বে দেশে ছুটি কাটিযে পুনরায় নিজ কর্মস্থল ওমানে ফিরে যান। তখন পরিবারের সাথে শেষ দেখা করে যাওয়া ২ সন্তানের জনক মহিউদ্দিন ভাগ্যের নির্মম পরিহাসে এবার লাশ হয়ে দেশে আসছে।