প্রয়োজনে ভর্তুকি দিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ শুক্রবার বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও হঠকারী হিসেবে আখ্যায়িত করেন তিনি।
সাইফুল হক বলেন, বর্তমান সরকার জনগণের ওপর একের পর এক দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর না করে উল্টো জনগণকে শাস্তি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এই সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়াল। এর আগে গেল ৫ জুন ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রায় ২৩ শতাংশ। আর গেল ৫ আগস্ট জ্বালানি তেলের অবিশ্বাস্য দাম বৃদ্ধি করা হয়েছে।
পার্টির সভাপতি বলেন, সরকারের এসব হঠকারী গণবিরোধী সিদ্ধান্তে স্বল্প আয়ের মানুষের কষ্ট চরমে উঠেছে। দেশের সামষ্টিক অর্থনীতিতেও এর মারাত্মক নেতিবাচক অভিঘাত দেখা দিয়েছে।
তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার এই খাতে তার ভুলনীতি, চুরি, দুর্নীতিকে আড়াল করতে চায়। মানুষের জীবন-জীবিকা নিয়ে সরকার যা খুশি তা-ই করছে। একদিকে তারা আর্থিক সংকটের কথা বলছে, অন্যদিকে জরুরি নয় এ রকম মেগাপ্রকল্পে লাখোকোটি টাকা ব্যয় করছে।
বিবৃতিতে বিদ্যুৎসহ জ্বালানিসামগ্রীর দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান তিনি।