চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ালো জাপান

174

 

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করেছে জাপান। বুধবার (১১ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তাদের জাপানি প্রতিপক্ষ হায়াশি ইউশিমাসা ও ইয়াসুকাজ হামাদার সঙ্গে সাক্ষাত করেছেন।

এই দুই দেশের কর্মকর্তারা ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের খবর দিয়েছেন। তারা চীনকে আমেরিকা ও জাপানের কৌশলগত সহযোগিতার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনকে ওয়াশিংটন ও টোকিওর জন্য বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, এ মুহূর্তে আমেরিকা, জাপান ও তাদের মিত্ররা এ ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইউশিমাসা হাশায়া বলেছেন, ‘চীন নজিরবিহীন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং ঐ দেশটি কেবল নিজেদের স্বার্থের কথাই ভাবে। আমরা চীনের এ আচরণের বিরোধী ও তাইওয়ান প্রণালিতে শান্তি রক্ষার প্রতি সমর্থন জানাই।’

এছাড়া পশ্চিমাদের চীন বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক বৈঠকের পর সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি অনুযায়ী দুই দেশই একে অপরের ভূখণ্ডে সেনাবাহিনী মোতায়েন করতে পারবে।

লন্ডন এই চুক্তিকে গত শতাব্দীতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি বলে বর্ণনা করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘আন্তর্জাতিক নানা ইস্যুতে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ, উভয়ের সামনে বিরাজমান অভিন্ন হুমকির বিষয়টি উপলব্ধি করা এবং বিশ্বে আমাদের শক্তিশালী অবস্থানকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানোর সুযোগ রয়েছে যাতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কাজে লাগানো যায়।’

সুত্রঃ পার্স টুডে