বাংলাদেশের সঙ্গে বহু দেশ ভিসা অব্যাহতি চুক্তি করতে চাচ্ছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

130
ভিসা

সাগ্রহে বাংলাদেশের সঙ্গে অনেক দেশ ভিসা অব্যাহতি চুক্তি করতে চাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। রোববার (৮ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পাসপোর্টের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের পাসপোর্টের সেবা আগের তুলনায় এখন অনেক উন্নত হয়েছে, আগের মতো বছর খানেক বসে থাকতে হয় না। কিছু কিছু যেগুলো অবাঞ্ছিত, সেগুলোতে সময় লাগে। অধিকাংশ পাসপোর্ট পেয়ে যান।

বাংলাদেশের পাসপোর্টের মান বৃদ্ধি নিয়ে এসময় তিনি বলেন, ই-গেট কার্যক্রম শুরুর মাধ্যমে আমাদের পাসপোর্টের মান আরও বৃদ্ধি পাবে। তখন বহু দেশে যাওয়ার জন্য আমার ভিসার দরকার হবে না। অনেক দেশ সাগ্রহে আমাদের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করতে চাচ্ছে। এটা ইতিবাচক।

জানাগেছে, অভিবাসন প্রক্রিয়া দ্রুত ও সেবার মান বাড়াতে ছয়টি ই-গেট চালু করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। রোববার ছয়টি ই-গেট উদ্বোধন করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর মধ্যে তিনটি বের হওয়ার জন্য ও তিনটি প্রবেশের জন্য স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানসহ সিলেটের অন্যান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: “হাডসন ইন্টারন্যাশনাল স্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৩” এ অংশ গ্রহনের নিয়মাবলী।