ইকামা ধারীরা হজ করতে পারবেন না এমন আইন জারী করলো সৌদি আরব

255
হজ

হজের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন আইন অনুযায়ী হজের ফি পরিশোধের পর সঙ্গী যুক্ত করা যাবে না। এতে আরো বলা হয়েছে, যদি হজ যাত্রীদের নির্ধারিত ভিসা না থাকে অথবা সৌদি আরবের অভ্যন্তরে যাদের বৈধ ইকামা আছে তারা হজ পালন করতে পারবেন না। সোমবার সৌদির হজ মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্ত জারি করে।  

এতে আরও বলা হয়,  হজের জন্য আবেদনকারী সৌদি আরবের অভ্যন্তরের হজযাত্রীদের ই-ট্র্যাকের মাধ্যমে আচার-অনুষ্ঠান সম্পাদনের জন্য তার রিজার্ভেশন বাতিল করতে পারেন। 

দেশীয় হজযাত্রীদের কাছে হজ প্যাকেজের খরচ একবারে পরিশোধ না করে তিন কিস্তিতে হজ প্যাকেজের খরচ পরিশোধের ব্যবস্থা আছে। যেমনটি আগের বছরগুলোর ক্ষেত্রে ছিল। মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য হজযাত্রীরা তাদের জায়গা রিজার্ভেশনের জন্য মোট ব্যয়ের ২০ শতাংশ অগ্রিম অর্থ জমা দিতে পারেন। নিবন্ধনের পর ৭২ ঘন্টার মধ্যে অগ্রিম অর্থ জমা দিতে হবে।

আরও পড়ুন: “হাডসন ইন্টারন্যাশনাল স্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৩” এ অংশ গ্রহনের নিয়মাবলী।