হাডসন ইন্টারন্যাশনাল বিজনেস এসোসিয়েশন (হিবা)র পক্ষ থেকে
(হিবা)র ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইলের জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা। তিনি ১০ই জানুয়ারি ১৯৮৫ সালে চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত পদুয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। সুদীর্ঘ ১৮ বছর যাবত তিনি ওমানের মাস্কাটে বসবাস করছেন। তিনি পারিবারিক জীবনে দুই ছেলে এবং এক মেয়ে সন্তানের জনক। ওমানে জনাব মোহাম্মদ ইসমাইলের এয়ার কন্ডিশনিং, কনস্ট্রাকশন, গার্মেন্টস আইটেম ব্রান্ডিং ও ট্রেডিং ছাড়াও দেশ-বিদেশে এক্সপোর্ট-ইমপোর্ট এর বিভিন্ন ব্যবসা রয়েছে।
জনাব মোহাম্মদ ইসমাইল “চট্টগ্রাম সমিতি – ওমান” এর আজীবন সদস্য পদ গ্রহণ করেছেন। তিনি সমিতির সম্মানিত আজীবন সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পারভেজ মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী বাবলু সাহেবের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে সমিতিতে আজীবন সদস্য পদ গ্রহণ করেছেন।
(হিবা)র ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিদওয়ানুল করিম, ওমানে বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য দেশীয় পণ্য সহজে ইমপোর্ট ও ট্রেডিং প্রক্রিয়ায় সহায়তা প্রদানের জন্য গঠিত
(হিবা)র ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব “মোহাম্মদ ইসমাইল” কে
(হিবা)র সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
(হিবা)র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান অন্তু বলেন, শুভ জন্মদিন! মোহাম্মদ ইসমাইল ভাই। দোয়া করি, আজকের এই বিশেষ দিনের প্রত্যেকটি মুহূর্ত যেন আনন্দ এবং খুশিতে ভরে ওঠে। আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
(হিবা)র কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত আচার্য বলেন, দোয়া করি আজকের এই দিনে আপনার জীবনে অনেক হাসি এবং খুশিতে ভরে উঠুক। আমাদের সকলের প্রিয় মোহাম্মদ ইসমাইল আপনার এই অসাধারণ দিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।
আমরা হিবা’র পক্ষ থেকে দোয়া করি আল্লাহ পাক যেন জনাব মোহাম্মদ ইসমাইল ও তার পরিবারের সকল সদস্যকে নেক হায়াত ও রিজিকে বরকত দান করেন।

আরও পড়ুন: ওমান প্রবাসী সম্মানিত “গোলাম রাসেল” কে জন্মদিনের শুভেচ্ছা।