ফাতিহা ঈশাল এর আঁকা ছবি

হাডসন ইন্টারন্যাশনাল স্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ওমান- ২০২৩ ।

433
ফাতিহা ঈশাল
প্রতিযোগির নাম: ফাতিহা ঈশাল
প্রতিযোগির স্কুল নাম: “নিউ সালালাহ সরকারি মাদ্রাসা”
প্রতিযোগির শ্রেনী: ১ম শ্রেণী
প্রতিযোগির বয়স: ৬ বছর
প্রতিযোগির পিতার নাম: রিদওয়ানুল করিম
প্রতিযোগির মাতার: ইসরাত জাহান (নিশাত)
প্রতিযোগির বর্তমান ঠিকানা: সালালাহ, ওমান
 
ফাতিহা ঈশাল ওমানের সালালাহতে অবস্থিত “নিউ সালালাহ সরকারি মাদ্রাসা”র ১ম শ্রেণীর ছাত্রী। ফাতিহা ঈশাল ২০১৬ সালের ১৫ই জুলাই চট্টগ্রামের লোহাগাড়ায় জন্মগ্রহণ করে। ২০২০ সালের জানুয়ারি থেকে সে পিতা-মাতার সাথে ওমানে বসবাস করছে। বাংলাদেশে জন্ম এবং পিতা-মাতার মতো ঘরে সে বাংলাভাষী হলেও মাদ্রাসায় যতক্ষণ থাকে ততক্ষণ সে পরিপূর্ণ একজন আরবী ভাষী।
 
ওমানের রাষ্ট্রীয় ভাষা আরবী হওয়াতে ওমানের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সচরাচর আরবী ভাষী ছাড়া এশিয়ার দেশ সমূহের শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ পায় না বা করে না। তবে ফাতিহার পিতামাতা চায় তাদের মেয়ে আরব দেশে থেকে আরবী ভাষাটা ভাল ভাবে শিখবে এবং কোরআন মজীদ ভালভাবে বুঝার যেন সুযোগ পায়। ফাতিহা ঈশাল তার শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষা ১ম স্থান অর্জন করে। আরবী ভাষী না হয়েও মাদ্রাসায় ভাল ফলাফল করায় তার শিক্ষিকা এবং পিতা-মাতা খুবই খুশী। 
 
ফাতিহা সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদ্রাসার সময়টা বেশ উপভোগ করে। বাসায় মাদ্রাসার হোমওয়ার্ক শেষ করে ইচ্ছেমত চিত্রাঙ্কন করে ও তার ছোট বোনের সাথে খেলাধুলা করে। 
 
সপ্তাহিক ছুটির দিন সমূহে পিতা-মাতার সাথে বিভিন্ন স্থানে ও পার্কে ঘুরতে যেতে পছন্দ করে।
সে হাডসন ইন্টারন্যাশনাল স্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে বেশ উচ্চশিত এবং ভাল ফলাফলের আশাবাদী।