ব্রাজিলে সরকারি ভবনে তাণ্ডব, অন্তত ৪০০ বিক্ষোভকারী আটক

130

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা দেশটির কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে ব্যাপক হামলা চালিয়েছে। সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সরকারি ভবনে তাণ্ডবে অভিযুক্তদের অন্তত ৪০০ জনকে আটক করেছে পুলিশ।

দেশটির ফেডারেল ডিস্ট্রিক্টের গভর্নর ইবানেস রোচা এক টুইট বার্তায় বলেছেন, গ্রেফতারকৃতরা ‘তাদের করা অপরাধের জন্য জরিমানা দেবে।’

সিএনএন-এর ব্রাজিল প্রতিনিধি জানিয়েছেন, দেশটির কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ এবং সুপ্রিম কোর্ট এলাকা থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়েছে পুলিশ।

একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা অঙ্গীকার করেছেন, এসব স্থানে তাণ্ডবকারীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।

ব্রাজিলে সরকারি ভবনগুলোর ক্ষয়ক্ষতি এবং সেসব স্থানে আক্রমণের নিন্দা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

ব্রাজিলের এ ঘটনায় দুই বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মার্কিন ক্যাপিটলে আক্রমণের বিষয়টি বেশ তীব্রভাবে উঠে আসছে। 

সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ২০২২ সালের অক্টোবরের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে পরাজিত করেন। রবিবার বলসোনারোর সমর্থকদের হামলার পর তিনি রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন।
সূত্র: সিএনএন।