নতুন বছরে ওমানে বাংলাদেশী প্রবাসী ভাইবোনদের জন্য নতুন নিয়োগ দিতে যাচ্ছে হাডসন গ্রুপ। যারা বর্তমানে ওমানে অবস্থান করছেন, বেকার আছেন বা ভালোকোনো জব এখনও খুজে পাননি তারা সিভি জমা দিতে পারেন।
হাডসন গ্রুপের এইচআর ডিপার্টমেন্ট এর সাথে কথা বলে জানা যায়, হাডসন গ্রুপ ওমানে শিক্ষা, স্বাস্থ্য, আইটি, গার্মেন্টস, আমদানি-রপ্তানি ব্যবসা, কনস্ট্রাকশন, মিডিয়া, এয়ার টিকেটিং ও টুরিজম সেক্টরে প্রায় ৩০০ লোক নিয়োগ দিতে যাচ্ছে। নিয়োগ কার্যক্রম আগামী ১৫/০১/২০২৩ ইং থেকে শুরু হবে।
আগ্রহী প্রার্থীগন নিম্নে উল্লেখিত ইমেইলে পূর্নাঙ্গ সিভি প্রেরন করুন। সিভিতে উল্লেখ করে দিন আপনি কোন সেক্টরে জব করতে আগ্রহী।
ইমেইল: hudsongroup.md@gmail.com
আরও পড়ুন: ওমানে সাংবাদিক নিয়োগ চলছে।