রাজধানীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

113
রাজধানী

ঢাকার শ্যামপুর থানার মুন্সিবাড়ি এলাকায় জান্নাতুল নেশা (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) পুলিশ মরদেহ উদ্ধার করে রাত ১০টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান

তিনি বলেন, আমরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই। তিনি আরও বলেন, নিহতের স্বামী জাহিদ কাতার প্রবাসী। আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আড়ও পড়ুন: বাংলাদেশের সঙ্গে স্থায়ী অংশীদারিকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র : বাইডেন