১৫ দফা ভোট শেষে স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের কেভিন ম্যাকার্থি। ২১৬ ভোট পেয়েছেন পেয়েছেন কেভিন। ডেমোক্রেটিক দলের হাকিম জেফ্রিস পেয়েছেন ২১২ ভোট। ছয়জন রিপাবলিকান আইনপ্রণেতা কেভিনকে ভোট দেননি।
রিপাবলিকানরা স্পিকার হিসেবে প্রাথমিকভাবে ম্যাকার্থিকে মনোনয়ন দিতে সম্মত হন। তবে দলের কয়েকজন আইনপ্রণেতার বিরোধিতায় তিনি স্পিকার নির্বাচিত হতে পারছিলেন না।
১৪ দফা ভোট শেষেও স্পিকার নির্বাচন করতে না পারায় কংগ্রেসে অচলাবস্থার সৃষ্টি হয়। কংগ্রেসে বিরোধিতাকারী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গায়েৎজের সঙ্গে তর্ক করতেও দেখা গেছে কেভিন ম্যকার্থিকে। কারণ ম্যাটের ভোট পেলেই স্পিকার হয়ে যেতে পারতেন কেভিন। অবশেষে ১৫ দফা ভোট শেষে অচলাবস্থার অবসান হয়।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান আইনপ্রণেতার সংখ্যা ২২২। ডেমোক্রেটদের সংখ্যা ২১২। স্পিকার নির্বাচিত হওয়ায় এখন আইনপ্রণেতাদের শপথ ও বিল পাশের মতো কার্যক্রম পরিচালনা করায় বাধা দূর হয়েছে।
সূত্র : সিএনএন