শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

95

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তেমনিভাবে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। ৫০ বছর আগে যে পরিমান ফসল উৎপাদন হতো, এখন তার দ্বিগুণ হয়। তাই দেশে শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির অগ্রগতি করা হলে দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার রাত সাড়ে ৭টায় বাঘা উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর আগে বিদেশ থেকে অনেক সহযোগিতা আনা হয়েছে। সেই সহযোগিতার আর যেন প্রয়োজন না হয়, সেই লক্ষে আওয়ামী লীগ কাজ করছে। বর্তমানে বাজেটে বিদেশী কোনো অনুদান বিষয়ে উল্লেখ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ২৬ হাজার একাডেমিক ভবন ও ৩৬ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে। 

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মো. মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম প্রমুখ।