মরুভূমিতে বন্যা, শুনতে অবাক হলেও এমনই বাস্তব চিত্র দেখা মিলছে সৌদি আরবের পচিত্র নগরী মক্কা ও মদিনায়। বন্যার কবলে মরুর দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল। পানিতে তলিয়ে আছে রাজধানী রিয়াদের উত্তর-পশ্চিমাঞ্চল। রয়টার্সের খবরে বলা হয়, গত ২৯ ডিসেম্বর থেকে ভারী বৃষ্টি চলছে মক্কা-মদিনাসহ আরও কয়েকটি শহরে। এতে দ্রুত বাড়তে থাকে পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় মক্কায়। পানি উঠে বন্ধ হয়ে যায় আল ওতাইবির রাস্তাঘাট। সামাজিক যোগাযোগমাধ্যমে উশাইকের শহরে একটি সেতুর নিচে পানির তোড়ের ভিডিও ভাইরাল হয়।
শুক্রবার ৬ জানুয়ারি পর্যন্ত বিরূপ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাবুকসহ উঁচু অঞ্চলগুলোয় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। গেলো নভেম্বরে বন্যার কবলে পড়ে জেদ্দা। মৃত্যুও হয় দুজনের। ২০০৯ এর পর দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নভেম্বরে। সাম্প্রতিক দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়নকে দায়ী করা হয়।
জেদ্দা শহরটি ইসলাম ধর্মের প্রথম পবিত্র স্থান মক্কার ‘প্রবেশদ্বার’ নামে পরিচিত। প্রতিবছর যারা হজ করতে যান তাদের এই শহর দিয়েই মক্কা নগরীতে প্রবেশ করতে হয়। ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কারণে প্লাবিত শহরটির বেশিরভাগ এলাকা। ডুবে আছে শহরটির অনেক ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা।
বর্তমানে অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হচ্ছে। যেসব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে জেদ্দা, মক্কা, আল-কাসিম, তায়েফ, খুলাইস, বাহরাহ, আল-কামিল, আল-জামুম, রাবিঘ, আল-কুওয়াইয়া, আশ-শারকিয়া, আল মাজমাহ ও মদীনা।