ভিনিউজ ডেস্ক-
ভিনিউজ-বলিউডের সুপারস্টার শাহরুখ খানের আসন্ন মুভি ‘পাঠান’-কে ঘিরে ভারতের হিন্দুত্ববাদীদের প্রতিবাদ ক্রমেই আরও জোরালো হচ্ছে। গুজরাটের আহমেদাবাদ শহরের একটি মলে বুধবার পাঠানের পোস্টার ছিঁড়ে, ভাঙচুর করে ও শাহরুখের ছবিতে লাথি মেরে প্রতিবাদ জানানো হয়েছে।
গত মাসে পাঠান ছবির একটি গান, ‘বেশরম রং’-য়ের মুক্তির পর থেকেই এই ছবিটিকে ঘিরে বিতর্ক তুঙ্গে, এখন ছবিটিকে বয়কট করারও ডাক দেওয়া হচ্ছে দেশের নানা প্রান্তে।
ওই গানের চিত্রায়নে অভিনেত্রী দীপিকা পাডুকোন কেন গেরুয়া রংয়ের ছোট পোশাক পরে মুসলিম একজন নায়কের (শাহরুখ খানের) সঙ্গে নেচেছেন এবং হিন্দুত্বের অবমাননা করেছেন – সোশ্যাল মিডিয়াতে হিন্দুত্ববাদীরা এই ধরনের অভিযোগ তুলে আসছেন বেশ কিছুদিন ধরেই।
গতকাল বিকেলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের বেশ কয়েকজন কর্মী গলায় গেরুয়া স্কার্ফ ঝুলিয়ে গুজরাটের প্রধান শহর আহমেদাবাদের একটি মলে হামলা চালান, যেখানে একটি থিয়েটারে ‘পাঠান’ ছবিটির মুক্তি পাওয়ার কথা।
ওই কর্মীরা পাঠান ছবির পোস্টার খুলে সেগুলো ফালাফালা করে ছিঁড়ে ফেলেন, সিনেমা হলের সম্পত্তি ভাঙচুর করেন এবং শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের ছবিতেও তাদের লাথি মারতে দেখা যায়।
বজরং দলের টুইটার অ্যাকাউন্ট থেকেই পরে তা প্রচার করা হয়।