তুনিশা শর্মাকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছিল, অভিযোগ চাচার

97

শুটিং সেটে আত্মহত্যা করা ভারতীয় অভিনেত্রী তুনিশা শর্মাকে ধর্মান্তরিত করার চেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছে তার পরিবার। তুনিশা শর্মার চাচা পবন শর্মা এ কথা বলেছেন। মৃত্যুর আগে প্রয়াত অভিনেত্রী তার মা বনিতা শর্মাকে জানিয়েছিলেন যে তাকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বিষয়ে চাপ দিচ্ছিলেন প্রেমিক শীজান খান। ,

তিনিশার মৃত্যুর পর তার সহ-অভিনেতা এবং প্রাক্তন প্রেমিক শীজান খানকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি শীজান খানের মা, বোন এবং তার আইনজীবী দাবি করেছেন যে ধর্ম পরিবর্তনের জন্য তুনিশার ওপর কোনো চাপ ছিল না। এই আত্মহত্যার সঙ্গে শীজানের কোনো সম্পৃক্ততা নেই। ,

গত মাসে টিভি শো ‘আলিবাবা : দাস্তান-ই-কাবুল’-এর সেটে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রী তুনিশাকে। অভিনেত্রীর মৃত্যুর এক দিন পরেই তার মায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক ও সহ-অভিনেতা শীজান খানকে গ্রেপ্তার করে পুলিশ। তুনিশার মৃত্যুর তদন্ত করছে পুলিশ।,

সূত্র : হিন্দুস্তান টাইমস,