সুলতানের ক্ষমতা গ্রহণের দিনকে সরকারি ছুটি ঘোষণা করলো ওমান

190

ওমানের সুলতান হাইথাম বিন তারিকের ক্ষমতা গ্রহণের দিনকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে ১১ জানুয়ারি দিনটি সরকারী ছুটি হিসেবে গণ্য হবে। ওমানের সুলতান এই সংক্রান্ত একটি রাজকীয় ডিক্রি জারি করেছেন। সুলতানের রাজকীয় ফরমান ৮৮/২০২২ এ বলা হয়, ১৮ এবং ১৯ নভেম্বর জাতীয় দিবস উপলক্ষে সরকারী ছুটির দিন হিসেবে গণ্য হবে এবং বছরের এগারো জানুয়ারি সুলতানের ক্ষমতা গ্রহণের দিন হিসেবে এই দিনেও সরকারি ছুটি থাকবে।

তবে, এবছর ১১ জানুয়ারির পরিবর্তে ১২ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় টানা ৩ দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন দেশটির নাগরিক ও প্রবাসীরা।

রাজকীয় আদেশের ভিত্তিতে ১২ তারিখ বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক যন্ত্রপাতি (পাবলিক সেক্টর), অন্যান্য আইনি সংস্থা এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানের ইউনিটগুলিতে কর্মচারীদের জন্য একটি সরকারী ছুটির দিন হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওইদিন নিয়োগকর্তারা চাইলে তাদের কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন, সেক্ষেত্রে এরজন্য শ্রমিকদের অতিরিক্ত বেতন দিতে হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

আরও পড়ুন: ওমানে মাস্কাট নাইটসের জন্য পার্ক বন্ধ থাকবে