ওমান প্রবাসী সম্মানিত “আমানুল হক” কে জন্মদিনের শুভেচ্ছা।

133
প্রবাসী
হাডসন ইন্টারন্যাশনাল বিজনেস এসোসিয়েশন (হিবা)র ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিদওয়ানুল করিমের পক্ষ থেকে সম্মানিত ওমান প্রবাসী জনাব “আমানুল হক” কে জন্মদিনের শুভেচ্ছা। আজ ৪ঠা জানুয়ারি তার জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়াতে জন্মগ্রহন করেন। সম্মানিত ওমান প্রবাসী জনাব আমানুল হক  দুই ছেলের জনক।
 
জনাব আমানুল হক ১১ বছর  যাবত ওমানে সুনামের সহিত চাকুরী করেছেন। ওমানে তার কর্মরত প্রতিষ্ঠান “সোহার বিচ বেকারি এন্ড স্টোর“ ২৫ বছর  ধরে ওমানে ব্যবসা করে চলেছে। বর্তমানে তার গ্রুপ অব কোম্পানিতে ৫০০ কর্মকর্তা-কর্মকারী রয়েছে।
 
আমরা হিবা’র পক্ষ থেকে দোয়া করি আল্লাহ পাক  যেন জনাব আমানুল হক ও তার পরিবারের সকল সদস্যকে যেন নেক হায়াত ও রিজিকে বরকত দান করেন।