সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন ‘২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ’ প্রতিবছর এই উৎসবটির প্রিয় মুখ হিসেবে উপস্থিত থাকলেও এবার উৎসবে উপস্থিত ছিলেন না কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও গ্ল্যামারগার্ল ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে সিঙ্গাপুরে ছিলেন। প্রতিবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আলোকিত করেছেন দেশ বিদেশের গুণী অভিনয়শিল্পীরা।
বলিউডের বচ্চন পরিবার, শাহরুখ খান, রানী মুখার্জি থেকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, সকলেই দুত্যি ছড়িয়েছেন মঞ্চে।
চলচ্চিত্র উৎসবের বিষয়ে যোগাযোগ করা হলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ঋতুপর্না বলেন, “পারিবারিক জরুরি কারণে আমি উদ্বোধনী অনুষ্ঠান মিস করেছি। কোভিডের কারণে আমরা দুই বছর আয়োজনটি করতে পারিনি। এবারের আয়োজনে শাহরুখ ও অমিত জিকে দুর থেকেই দেখেছি। এমনকি অমিত জির ৮০ তম জন্মদিন উদযাপন করা হয়েছিল, এটি দুর্দান্ত ছিল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সবসময়ই সর্ববৃহৎ ইভেন্ট হয়েছে। সারা বিশ্ব থেকে কলাকুশলীরা আসেন। এবার ভিক্টর ব্যানার্জির সঙ্গে আমার চলচ্চিত্র ‘আকরিক’ প্রদর্শিত হয়েছিল। ”