মোস্তাফিজুর রহমান, ওমান প্রতিনিধি:
আগের সব কষ্ট ,
করে ফেল নষ্ট
নতুন দিনে সবার প্রানে
কেউ রেখো না দুঃখ মনে
শুভ হোক নতুন দিন
খুশি যেন না হয় বিলীন।
ভালো মন্দ কিছু স্মৃতির মধ্য দিয়ে শেষ হয়ে গেলো ২০২২ সাল। শুরু হলো এক নতুন কাউন্টডাউন। একদিকে যেমন সারা বিশ্ব এখন মনে কিছু নতুন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ২০২২ সালকে বিদায় জানিয়ে ২০২৩ সালকে স্বাগত জানাচ্ছে। তেমন অন্যদিকে শুরু হয়ে গেছে একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পালা। নতুন বছরের এই শুভ মুহর্তে “বাংলাদেশ স্কুল এন্ড কলেজ,সাহাম” আপনাদের জন্য নিয়ে এসেছে ২০২৩ সালের নতুন বছরের শুভেচ্ছা বার্তা। মহান রব্বুল আলামীন আগামী বছরে আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন।
বর্ষবরণে মেতে উঠেছে সারা বিশ্ব। সকলেই বছরের এই প্রথম দিনটাকে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করছে। নতুন বছরের এই প্রথম দিনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ,সাহাম এর মাননীয় চেয়ারম্যান, ব্যবস্থাপনা কমিটি, প্রিন্সিপাল, শিক্ষক এবং স্টাফদের পক্ষ থেকে আপনাদের সবাইকে 2023 সালের শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা। এই নতুন বছরে আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সাফল্য নিয়ে আসুক।