“হিবা’র পক্ষ থেকে সকল প্রবাসীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

620

হাডসন ইন্টারন্যাশনাল বিজনেস এসোসিয়েশন (হিবা)র ওমান কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে সাধারণ সম্পাদক রিদওয়ানুল করিম ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল বাংলাদেশী প্রবাসীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

(হিবা)র ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিদওয়ানুল করিম বলেন, আলোর উপস্থিতি অন্ধকারকে বিদায় করে, নতুন বছর সাফল্যের আলোয় আলোকিত হবে” “আপনার সফলতার জন্য আপনার নিজের সংকল্পই অন্য সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।

(হিবা)র ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, হতাশা আর অন্ধকার কেটে নতুন দিনের সফলতার সূর্য উদয় হোক, মধ্যপ্রাচ্যে বাংলাদেশী প্রবাসীদের সফলতা দিন দিন বৃদ্ধি হোক।

(হিবা)র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান অন্তু বলেন, নতুন বছরের এই প্রথম দিনে আমাদের তরফ থেকে আপনাদের সকলের জন্য রইলো ২০২৩ এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

(হিবা)র কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়ন্ত আচার্য বলেন, “হিবা’র পক্ষ থেকে বিশ্বের সকল বাঙ্গালী প্রবাসীদের ও তাদের পরিবারকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।