“আল গালিল ট্রাভেলস” এর পক্ষ থেকে ওমানের সকল প্রবাসীকে নতুন বছরের শুভেচ্ছা।

547
ওমানের

ওমান প্রতিনিধি: ওমানের সালালাহ শহরে ২০১৬ সালের ২০শে জুন তারিখে সালালাহ বাঙ্গালি বাজারে সালাহউদ্দীন টাইপিস্টের বীপরীতে যাত্রা শুরু করে “আল গালিল ট্রাভেলস”। বিগত (৬) ছয় বছর যাবত ট্রাভেলসটি সুনামের সাথে সারাবিশ্বের যেকোন ফ্লাইটের টিকেটিং সেবা দিয়ে আসছে গ্রাহকদের। টিকেটিং সেবা ছাড়াও পাসপোর্ট নবায়নে বাংলাদেশী প্রবাসীদের পরামর্শ ও সহযোগিতা করা হয় এই প্রতিষ্টানের মাধ্যমে। তাছাড়া নতুন ভিসায় প্রবাসে আসার ক্ষেত্রে জব/ভিসা এগ্রিমেন্টের সেবাও দিয়ে থাকে “আল গালিল ট্রাভেলস”।

প্রতিষ্টানটির মালিক জনাব মোহাম্মদ মামুন সাহেবের বাড়ি ফেনীর পাঁচগাছিয়াতে। তিনি ২০১০ সালের ১০ই অক্টোবর বাংলাদেশ থেকে ওমানে আসেন। ২০১১ সালের জানুয়ারী মাসের ১ তারিখে তিনি চাকরি শুরু করেন বাংলাদেশের আই,এফ আই,সি ব্যাংকের ওভারসিজ ব্রাঞ্চ তথা তৎকালীন ওমান ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের সালালাহ ব্রাঞ্চে ফ্রন্ট লাইন এক্সিকিউটিভ হিসেবে। সেখানে তিনি ২০১৫ সালের আগস্ট পর্যন্ত প্রায় ৫বছর সুনামের সাথে চাকরি করেন। পরবর্তীতে নিজেই উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা করেন “আল গালিল ট্রাভেলস”। বর্তমানে তাঁর প্রতিষ্টানে (৪) চারজন কর্মচারী রয়েছেন।

জনাব মামুন ভিনিউজকে বলেন, তাঁর স্বপ্ন হলো ওমানের বিভিন্ন শহরে আরো কিছু শাখা চালু করার মাধ্যমে প্রবাসী ও স্থানীয়দের জন্য ট্রাভেলস সেবাকে আরও প্রসারিত করা।
তিনি সালালাহর প্রবাসী বাংলাদেশীদেরকে আল গালিল ট্রাভেলস থেকে টিকেটিং, পাসপোর্ট নবায়ন ও ভিসা এগ্রিমেন্টের সেবা সমূহ গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
যেকোন সেবা পেতে আপনারা যোগাযোগ করতে পারেন নিন্মোক্ত মোবাইল নাম্বার সমূহে +968 93516024, +968 79514901, +968 71126466

মোহাম্মদ মামুন ভিনিউজের মাধ্যমে সকল গ্রাহক, শুভানুধ্যায়ীদের নতুন বছরের শুভেচ্ছা জানান।