ঢাকায় আগামী ১০ ডিসেম্বর সমাবেশের ব্যাপারে অনড় বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনেই পূর্বঘোষণা অনুযায়ী সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই হবে।
সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য সরকারই দায়ী থাকবে। আমরা সরকারকে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ’
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আগ্রহী না বিএনপি। চারদিকে দেয়াল আর নানা স্থাপনার কারণে সোহরাওয়ার্দী উদ্যান বড় সমাবেশ করার উপযোগী নয় বলে দাবি করেছেন মির্জা ফখরুল।
গতকাল বুধবার নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পুলিশ চাল পেয়েছে, এগুলো কি বিস্ফোরক? ১৬০ বস্তা চাল ও দু্ই লাখ পানির বোতল রাখার মতো জায়গা নেই সেখানে। পুলিশ নয়াপল্টন কার্যালয়ে সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে এসেছে বলেও জানান তিনি।