আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগুন, লাঠি নিয়ে তাদের সমাবেশে আসবে, এ জন্য তারা পার্টি অফিসে সমাবেশ করতে চায়। বিশাল সোহরাওয়ার্দী উদ্যানকে ফখরুল বলছেন খাঁচা। গতকাল সোমবার দুপুর ১টায় মাইজদীর শহীদ বুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে।
ফখরুল সাহেব, আমি বলতে চাই—আমাদের নেতাকর্মীরা মহানগর, জেলা, উপজেলা, ওয়ার্ড, পাড়া-মহল্লায় পাহারায় থাকবে। বিএনপি বিআরটিসির বাস পুড়িয়েছে। এর মধ্যে ঢাকা-সিলেট সড়কে শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে। তারা অগ্নিসন্ত্রাসের আগাম বার্তা দিচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলোকে ভয় পায় না, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। ’
সম্মেলনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে পুনরায় দলের সভাপতি ঘোষণা করা হলেও সাধারণ সম্পাদক পদে আগামী ১৭ ডিসেম্বর কাউন্সিলরদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে বলে ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনে সেতুমন্ত্রী তাঁর বক্তব্যে নোয়াখালীর প্রয়াত নেতাদের স্মরণসহ নোয়াখালী জেলা শহরে তাঁর কলেজজীবনের স্মৃতিচারণা করে বলেন, ‘এ শহরের প্রতিটি বালুকণার সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। আওয়ামী লীগের মতো দলে আমার যে অবস্থান, দীর্ঘ সময় মন্ত্রীর দায়িত্বে থাকা, এসব আপনাদের দোয়া এবং ভালোবাসার প্রতিদান। আমি আমার নেত্রীর প্রতি ঋণ কখনো শোধ করতে পারব না। ’
কাদের মির্জা ও একরামুল করিম চৌধুরী এমপিকে ক্ষমা করে দিয়েছি : নেতাকর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের অস্তিত্বের জন্য ঐক্যের প্রয়োজন। আমি কারো অন্ধ সমর্থক নই। কাজ করে যারা, আমি তাদের পক্ষে বলি। আমি নোয়াখালীর স্বার্থে, রাজনীতির স্বার্থে আমার ভাই আব্দুল কাদের মির্জা ও একরামুল করিম চৌধুরী এমপিকে ক্ষমা করে দিয়েছি। নোয়াখালীতে আমি কোনো কলহ দেখতে চাই না। আমি কলহমুক্ত আওয়ামী লীগ চাই। ’
এর আগে দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি অসুস্থ থাকায় তাঁর পক্ষে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, ইঞ্জিনিয়ার আবদুর সবুর, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সংসদ সদস্য ফরিদা খানম, সংসদ সদস্য মোরশেদ আলম, সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন ও সংসদ সদস্য আয়েশা আলী। নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ উল্যা খান সোহেলের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আরেক যুগ্ম আহ্বায়ক আ্য্যডভোকেট শিহাব উদ্দিন শাহিন। শোক প্রস্তাব পাঠ করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা নিবেদন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণতন্ত্র বিকাশে সরকারের সঙ্গে বিরোধী দলের ভূমিকা জরুরি। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। আমরা জানি সেই নির্বাচন কিভাবে হয়েছে। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার, ১৫ ফেব্রুয়ারির সেই প্রহসনের নির্বাচন। এগুলো এই দেশের ইতিহাসে আছে। আমরা ভুলে যাইনি। ’
ওবায়দুল কাদের বলেন, এখনো সাম্প্রদায়িক অশুভ শক্তি, জঙ্গিবাদী শক্তি গণতন্ত্রের বিরুদ্ধে সক্রিয়। এদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। বিএনপি হচ্ছে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিক বিশ্বাসযোগ্য ঠিকানা। গণতন্ত্র বিকাশে অন্তরায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।