জয়পুরহাটে ট্রাকের নিচে চাপা পড়ে গ্রাম পুলিশের মৃত্যু

186

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ট্রাকের নিচে চাপা পড়ে হামিদুল (৪৫) ইসলাম নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাকারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন নিহত হামিদুল কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হামিদুল ও তার ছেলে ইট কেনার জন্য বাড়ি থেকে অটোভ্যানযোগে জয়পুরহাটের জামালপুর এলাকার একটি ইটভাটায় যাওয়ার সময় পাকার মাথা মোড়ে আক্কেলপুর থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হামিদুলের মৃত্যু হয়। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।