ঋণের দায়ে গলায় ফাস:মৃত ১

377

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে শাবানা পারভীন লাইলী (৩৭) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার শহরের দিকে রেলওয়ে অফিসার্স কলোনীর আউট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাবানা পারভীন একই এলাকার জাবেদ আলী পাপ্পুর স্ত্রী। ওই দম্পতির আদিব (১৩) আলিফ (৭) এবং আয়েশা (২) নামের তিন ছেলে মেয়ে রয়েছে। গৃহকর্তা পাপ্পু পেশায় একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের সরবরাহকারী।

পরিবার, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ আলী তাঁর স্ত্রী শাবানার নামে ব্র‍্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও ঠেংগামারা এনজিওসহ স্থনীয় কয়েক জনের কাছে সুদে প্রায় দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তাকে প্রতিদিন ঋণের কিস্তি পরিশোধ করতে হতো। স্বামীর সামান্য বেতনে তাঁর পক্ষে ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর হয়ে যেত। একপর্যায়ে ব্যাংক, এনজিও এবং যাদের কাছ থেকে সুদে টাকা নিয়েছিল তাঁরা প্রতিনিয়ত তাঁকে এবং তাঁর স্ত্রীকে কিস্তির জন্য তাগাদা দিতে থাকে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন শাবানা। এর জেরে উল্লেখিত সময়ে সবার অগোচরে নিজ বাড়ির ভিতরে পেয়ারা গাছের সাথে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শাবানার স্বামী জাবেদ আলী বলেন, আমি একটি বেসরকারি কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি। তিন মাস আগে চাকরি চলে যায়। ব্যবসার করার জন্য দুটি ব্যাংক, একটি এনজিও ও তিনজনের কাছ থেকে ঋণ নিয়েছিলাম। কিন্তু ব্যবসায় সব টাকায় ক্ষতি হয়েছে। অভাবের কারণে ঠিকভাবে কিস্তি দিতে পারছিলাম না। কিন্তু যাদের কাছে টাকা নিয়েছিলাম তারা প্রতিদিন চাপ দিতো। এই কারণেই আমার স্ত্রী আত্মহত্যা করেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।