পাকিস্তান থেকে মাদক ও অস্ত্র বহন করে নিয়ে আসা ড্রোন আটকাতে নতুন উপায় বের করেছে ভারতের সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত একটি পাখি নিষিদ্ধ মাদক এবং অস্ত্র আটকাবে। সেই পাখিটি একটি চিল।
প্রশিক্ষণপ্রাপ্ত ওই চিলের নাম রাখা হয়েছে ‘অর্জুন’।
শিগগিরই অর্জুন আকাশে কাজে নেমে পড়বে বলে সেনা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এএনআই।
অর্জুনকে শত্রুদেশের ড্রোন দেখামাত্রই ধ্বংস করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনেক দিন ধরেই পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশকারী ড্রোন আটকানোর উপায় খুঁজছিলেন ভারতীয় সেনা কর্মকর্তারা।
সে জন্য বিভিন্ন উপায়ের কথা ভাবা হচ্ছিল। কিন্তু চিল দিয়ে ড্রোন ধ্বংস করার উপায় প্রাথমিকভাবে সফল হয়েছে। ফলে সেনা কর্মকর্তারা ওই পথেই হাঁটতে চলেছেন।
এএনআই জানিয়েছে, প্রথমবার সফলভাবে নিজের কেরামতি দেখিয়েছে অর্জুন। সেই ঘটনার ভিডিও এরই মধ্যে প্রকাশ্যে এসেছে।
ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, প্রশিক্ষিত পাখি ব্যবহার করে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করার এই প্রক্রিয়া ভারতে প্রথম। এর আগে শত্রুদের ধরতে সামরিক অভিযানে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে কোনো পাখি এর আগে ব্যবহার করা হয়নি।
সূত্র : এএনআই