নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ী আছিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এ প্রতিষ্ঠান থেকে এবারে দুইজন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেছিল।
এবিষয়ে ওই প্রধান শিক্ষক আবু সায়ীম বলেন, আমার প্রতিষ্ঠান থেকে এবারেই প্রথম মাধ্যমিক পরিক্ষা দিচ্ছে। চারজন শিক্ষার্থী রেজিষ্টেশন করেছিল তার মধ্যে সকলে বিয়ে হয়েছে গেছে আর দু’জন পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
ডিমলা উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম বলেন, তার শিক্ষার্থীদের পড়ায়নি তাই পাশ করতে পারেনি। যদি নিয়মিত পড়াই তো তাহলে শিক্ষার্থীরা পাস করতো। আমাদের কোনো করার নেই।