গত ২২ থেকে ২৪ নভেম্ভর বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় Training for Reporters of Electronic Media on Chaild Rights issues in the Context of COVID-19 and importance of Social and Behavior Changes Communication Programming শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালার আয়োজন করে।
সরকারী পর্যয়ে প্রথমবার শুধুমাত্র অনলাইন ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের নিয়ে এই প্র্শিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে ২১ জন প্রতিনিধি প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহন করে। প্রশিক্ষণের তৃতীয় দিনে শেষভাগে সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম, এনডিসি এবং উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো: ফারুক আহমেদ ।
মো: ফারুক আহমেদ তার বক্তব্যে বলেন, ৫-১১ বছর বয়সের শিশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা প্রদানের জন্য গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, এখন অনলাইন গণমাধ্যম মূলধারার গণমাধ্যম হিসাবে পরিচিতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল যুগে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমানে অনলাইন গণমাধ্যমকে বাদ দিয়ে কোন কিছু চিন্তাই করা যায় না। তাই অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে ভবিষ্যতে এধরনের আরো যাতে প্রশিক্ষনের ব্যবস্থা করা যায় সে প্রচেষ্টা আমাদের অব্যহত থাকবে।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) ও সহকারী প্রকল্প পরিচালক মো: নরুল ইসলাম এবং কর্মশালা পরিচালক মো: আবুজার গাফফারী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কর্মশালা সমন্বয়ক মো: ফাইম সিদ্দীকী।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রতিবেদন ও খবর তৈরী করে স্থানীয় ও জাতীয় পর্যয়ে সম্প্রচার করাই এ কর্মশালার মুল লক্ষ ছিল। কর্মশালায় Children and Wmen Right; Mental Health and Wellbeing; Communication Techniques, Misinformation, Disinformation, & Mal-information; Internet Governance; Fact Checking and Verification Techniques (Rumor), Social Behavior Change Communication and Script Development সহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করা হয়েছে।