শোয়েব প্রথম স্বামী নন, এর আগেও বিয়ে করেছিলেন দীপিকা! রয়েছে কন্যাসন্তান ও!

শোয়েব প্রথম স্বামী নন, এর আগেও বিয়ে করেছিলেন দীপিকা! রয়েছে কন্যাসন্তান ও!

ভিনিউজ : স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkad)। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। আর তার এই খবর অনুরাগীদের কাছে পৌঁছনোর পরেই উদ্বেগে রয়েছেন সবাই। দীপিকার ১ বছরের সন্তান রয়েছে। খুব বেশিদিন বিবাহ ও হয়নি তাঁর। এর আগেই দীপিকা জানিয়েছিলেন, তাঁর লিভারে একটি টিউমার ধরা পড়েছে। এরপরে সোশ্যাল মিডিয়ায় দীপিকা জানান, তাঁর টিউমারটি ম্য়ালিগন্যান্ট।

‘শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকের হাত ধরে প্রচারের আলোয় আসেন দীপিকা। যদিও এর আগে তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন নিয়ে হামেশাই চর্চায় ছিলেন দীপিকা। অনেকেই জানেন, তিনি প্রথম থেকেই অভিনয় করতেন। কিন্তু অনেকেই জানেন না, দিপীকা প্রথম জীবনে অভিনেত্রী ছিলেন না। প্রথম জীবনে দীপিকা ছিলেন বিমান সেবিকা। ৩ বছর তিনি বিমান সেবিকা হিসেবে কাজ করেছেন। সেই সময় থেকেই মুম্বইতে বসবাস করতেন তিনি। বিমানে কাজ করতে করতেই তাঁর আলাপ রৌনক স্যামসনের সঙ্গে। রৌনক পেশায় পাইলট। বিমানে কাজ করতে করতেই দীপিকার সঙ্গে রৌনকের প্রেম, তারপরে বিয়ে।

কিন্তু রৌনক আর দীপিকার বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। তাঁদের এক কন্যাসন্তানও ছিল। বিয়ের ৪ বছরের মধ্যেই রৌনকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দীপিকার। এরপরেই দীপিকা পা রাখেন অভিনয়ে। তিনি প্রথম যে ধারাবাহিকে কাজ করেছিলেন, সেই ধারাবাহিকের নাম ছিল, ‘নীল ভরে তেরে নেয়না দেবী’। এই শো-তে, ছোট চরিত্রের হাত ধরে প্রথম পর্দায় পা রাখেন দীপিকা। এরপরে তিনি সুযোগ পান, ‘আগলে জনম মুঝে বিটিয়া হি কিজো’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে রেখার চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে।

কিন্তু দীপিকা জনপ্রিয়তা পান, ‘শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকের হাত ধরে। এই ধারাবাহিকে সিমর অর্থাৎ মুখ্যচরিত্রে অভিনয় করেন তিনি। এই ধারাবাহিক ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত চলেছিল। এই ধারাবাহিক চলাকালীনই দীপিকার ঘনিষ্ঠতা হয় তাঁর ধারাবাহিকের সহ অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে। অনেকে বলেন, শোয়েব ইব্রাহিমের জন্যই দীপিকার বিচ্ছেদ হয়েছিল। বিচ্ছেদের পরে দীপিকা শোয়েবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন। এরপরে দীপিকা ধর্ম পরিবর্তন করে শোয়েবকে বিয়ে করেন। তাঁদের এক পুত্রসন্তানও হয়, নাম রুহান।

এখন সবাই দীপিকার সুস্থতার জন্য কামনা করছেন।

-এবিপি আনন্দ

পূর্বের খবরডয়সে ভেলে রিপোর্ট : বাংলাদেশকে এড়িয়ে বিকল্প বাণিজ্যপথের লক্ষ্যে ভারত
পরবর্তি খবরমহামারির পর দেশে জিডিপি প্রবৃদ্ধি সর্বনিম্ন