পরীর স্নিগ্ধতায় মুগ্ধ নেটিজেনেরা

 

ভিনিউজ : চিত্রনায়িকা পরীমণি যেন এক স্বপ্নসুন্দরী। মাঝেমধ্যেই দারুণ সব ছবি স্যোশার মিডিয়ায় প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেন তিনি।

সম্প্রতি স্যোশার মিডিয়ায় এবার দেশিয় ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে স্নিগ্ধ রুপে হাজির হলেন এ তারকা।

একজন নেটিজেন লিখেছেন , পরীর স্নিগ্ধতায় জয়া প্রদার কথা মনে পড়ে যায় । জামদানির আভিজাত্যে ভিন্ন মাধুর্যতায় ধরা দিয়েছেন পরী।

জামদানির আভিজাত্যে ভিন্ন মাধুর্যতায় ধরা দিয়েছেন পরী। পরীর নতুন এই লুকের ছবি দেখে নেটিজেনরা দারুণ সব মন্তব্য করছেন।

পূর্বের খবরশক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা
পরবর্তি খবরপিআর পদ্ধতি আরপিও-সংবিধানে নেই: সিইসি