ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ-জমার সময় বাড়ল

 

 

ভিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়িয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার রাতে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখতে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়ানো হয়েছে।

আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং পরদিন বুধবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

অনেক শিক্ষার্থী হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি বলেও জানায় নির্বাচন কমিশন জানায়।

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। জমা দেওয়ার শেষ সময় ছিল আগামীকাল মঙ্গলবার।

পূর্বের খবরচলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব
পরবর্তি খবরআবহাওয়া : : ওড়িশা মুখী নিম্নচাপ, চট্টগ্রামসহ চার বন্দরে সতর্ক সংকেত বহাল